কর্ণফুলী নদীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ
প্রকাশিত : ১৩:২০, ২৬ ডিসেম্বর ২০২৪
নিখোঁজের প্রায় ৪৩ ঘন্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে দুই পর্যটকের মরদেহ ভেসে উঠেছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্তের লাশ ভেসে উঠে।
এর আগে একই স্থানেই তারা গেল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতদের বাড়ি চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এএইচ
আরও পড়ুন