ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্টে প্রথম হলেন ফাতেমা ইসলাম লিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৬ নভেম্বর ২০২৪

গলফ খেলায় এগিয়ে যাচ্ছেন নারীরা। তৃতীয় গলফ হাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ এ প্রথম হয়েছেন গলফার ফাতেমা ইসলাম লিমা।

শুক্রবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ফাতেমা ইসলাম লিমার হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। 

টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবির উইনার, মেজর মোহাম্মদ আনিসুর রহমান (অব.) রানারআপ ও এগনেস সামালিয়ে নাকানজাকো উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। 

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি টুর্নামেন্ট শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশে তার মূল্যবান বক্তব্য রাখেন। তিনি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

এছাড়া, এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসহ খেলোয়াড় এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি