কর্মকর্তারাই কর ফাঁকি দিতে উৎসাহ দেন অভিযোগ ব্যবসায়ীদের
প্রকাশিত : ১৬:৫৮, ১১ জুন ২০১৬ | আপডেট: ১৬:৫৮, ১১ জুন ২০১৬
জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের দুনীতিবাজ কর্মকর্তারাই কর ফাঁকি দিতে উৎসাহ দেন, এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ। প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি ভবিষ্যতে এনবিআরের সাথে বাজেট নিয়ে আলোচনায় বসার বিষয়েও সংশয় জানান।
বাজেট প্রস্তাবনায় এনবিআরকে দেয়া আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্কখাত সম্পর্কিত মোট ৪৪৭টি’র মধ্যে মাত্র ৫৩ টি সুপারিশ বিবেচনায় আনায় নিজেই লজ্জিত বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ।
২০১৬-১৭ অর্থবছরে এনবিআর পরামর্শক কমিটির সংলাপে ডাকা হয়েছিল এফবিসিসিআইকে। সেখান থেকে এতো কম সংখ্যক সুপারিশ প্রস্তাবিত বাজেটে গ্রহণ করায় আগামীতে এই বৈঠকে যোগ দেয়া নিয়েও সংশয় জানান তিনি।
কর ফাঁকি দিতে উৎসাহিত করেন খোদ রাজস্ব বোর্ডের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা মাতলুব এমন অভিযোগও করেন।
ভ্যাট বা ট্যাক্স ব্যাবসায়ীদের উপর অন্যায়ভাবে চাপিয়ে দিলে তা আদায় করা কষ্টকর হবে বলেও মন্তব্য করেন এফবিসিসিআই প্রেসিডেন্ট।
আরও পড়ুন