ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ৪ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতি অনাস্থা জানিয়ে আলোচনা বর্জন করে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা। 

বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এজিএম রাজন কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। 

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে তারা। চতুর্থ দিনেও  কর্মবিরতি পালন করছে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা।

স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহকে একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক/ অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে গত ০১ জুলাই থেকে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে পূর্বের ন্যায় জরুরি বিদ্যুৎ সেবা সচল রেখে কর্মবিরতি চলমান রয়েছে। 

একই দাবিতে গত ০৫ মে হতে কর্মবিরতি শুরু হলে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে ১০ মে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব (রুটিন দায়িত্ব) মহোদয়ের উপস্থিতিতে আলোচনায় বসা হলে যৌক্তিক যে কোন দাবি মেনে নেয়ার আশ্বাসে শর্ত সাপেক্ষে কর্মবিরতি স্থগিত করা হয়। 

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব (রুটিন দায়িত্ব) বিদ্যুৎ বিভাগের পক্ষ হতে সুষ্ঠু সমাধানের দায়িত্ব নেন এবং বরখাস্তসহ সকলকে অব্যাহতি দেয়ার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা প্রদান করেন। সে মোতাবেক পরবর্তী ০৭ দিনের মধ্যে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৩৭,৫৪২ জন কর্মকর্তা/কর্মচারীর স্বাক্ষরিত প্রস্তাবনা বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়। কিন্তু প্রায় ০২ মাস অতিবাহিত হলেও প্রস্তাবনার আলোকে আলোচনা বা কোন ধরণের উদ্যোগ নেয়া হয়নি। 

পরবর্তীতে বৈষম্যগুলোর ব্যাপারে সমিতির কর্মকর্তা/কর্মচারীগণ বিভিন্ন সময় প্রতিক্রিয়া দেখালে ডজনখানেক কমিটি গঠিত হলেও কোনটাই আলোর মুখ দেখেনি। 

সামগ্রিক বিষয়ে কোন সুরাহা না পাওয়ায় এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিনিয়ত সমিতির কর্মকর্তা/ কর্মচারীদের প্রতি তাদের নীল নকশার অংশ হিসেবে চলতি দায়িত্ব থেকে নিয়মিত না করা, ভবিষ্যতে পদোন্নতি আটকে দেওয়া, হয়রানিমূলক বদলি করা ইত্যাদি হুমকি-ধামকির মাধ্যমে হয়রানী বৃদ্ধি করায় ৩০ জুন হতে পুনরায় কর্মবিরতির ঘোষণা দেয়। 

কর্মসূচি ঘোষণার পর বাপবিবো কর্তৃক বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে প্রধান অতিথি করে আগামীকাল ৫ জুলাই সভা অনুষ্ঠানের একটি দপ্তরাদেশ জারি করা হয়; যেখানে ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অমান্য করে সিনিয়র জিএম/জিএম ও সমিতির বোর্ড সভাপতিগণের সাথে সভা এবং কমিটি গঠনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।  

এমতাবস্থায় আলোচনায় বসতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে অনীহা জ্ঞাপন করে। অর্থাৎ সমিতির কোন কর্মকর্তা/কর্মচারী উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি