কর্মবিরতি প্রত্যাহার, ৫ দিন পর সচল কক্সবাজার সদর হাসপাতাল
প্রকাশিত : ১৬:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারে চিকিৎসকদের অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি প্রত্যাহার করায় ৫ দিন পর সচল হলো কক্সবাজার সদর হাসপাতাল।
আজ রোববার বিকাল ৩টা থেকে কাজে ফিরছেন চিকিৎসকরা৷ এর আগে গত ১০ সেপ্টেম্বর রাত ১১টা থেকে কর্মবিরতিতে যান তারা।
এই হাসপাতালে আগের মতোই স্বাভাবিক চিকিৎসা সেবা পাবে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আন্দোলনরত চিকিৎসকদের সাথে বৈঠক করেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় চিকিৎসক। ফলে বিকাল ৩টা থেকে কাজে যোগ দিয়েছেন তারা।
তবে আগামী ৫ দিনের মধ্যে আসামী গ্রেপ্তার ও নিরাপত্তা সম্পর্কিত দাবী পূরণ না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুশিয়ারি তাদের।
গত ১০ সেপ্টেম্বর রাতে নুরুল আজিম নামে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হাসপাতালের সিসিইউ বিভাগে কর্তব্যরত চিকিৎসক সজীব গাজীকে মারধর করে। ঘটনার পরপরই কর্মবিরতি শুরু হয়। ফলে বন্ধ হয়ে যায় চিকিৎসাসেবা।
বর্তমানে চিকিৎসক সজীব গাজী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।
এএইচ
আরও পড়ুন