কর্মবিরতি শেষে ক্লাসে বিসিএস শিক্ষকরা
প্রকাশিত : ১২:৫২, ২৮ নভেম্বর ২০১৭
টানা দু’দিন বিসিএস শিক্ষকদের কর্মবিরতি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কলেজের পাঠদান কর্মসূচি। নিয়ম অনুযায়ী ক্লাস ও পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কলেজগুলো।
জাতীয়করণের জন্য ঘোষিত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে বিধিমালা জারির দাবিতে গত রবিবার থেকে দুই দিনের এ কর্মবিরতি শুরু করেছিলেন বিসিএস শিক্ষকরা। এই কর্মবিরতির ফলে দুইদিন অচল হয়েছিল দেশের সাড়ে ৩০০ সরকারি কলেজ।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার বলেছেন, আমাদের একটাই দাবি বিসিএস ছাড়া ক্যাডার নয়। আমাদের আন্দোলন চলবে।তিনি আরও জানান, আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারিতে আবারও কর্মবিরতি পালন করা হবে। কিন্তু এর আগে যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসে তাহলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এ কর্মসূচি থেকে সরে দাঁড়াবে।
তবে এই আন্দোলনের ফলে শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সে বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনে বাড়তি ক্লাস নিয়ে পুষিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, জাতীয়করণসহ ৩৩৫টি সরকারি কলেজে বর্তমানে শিক্ষা ক্যাডার সদস্য আছেন ১৫ হাজার শিক্ষক। এবার ২৮৩ কলেজ জাতীয়করণ হওয়ার পরে আরও প্রায় ১৮ হাজার শিক্ষক ক্যাডারভুক্ত হবেন। বিসিএস শিক্ষা সমিতির অভিযোগ হচ্ছে, অতীতেও অনেক কলেজ জাতীয়করণের মাধ্যমে এভাবেই শিক্ষকদের সরাসরি ক্যাডারের মর্যাদা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শিক্ষকরা আন্দোলন করলেও তা আমলে নেয়া হয়নি।
একে// এআর
আরও পড়ুন