কর্মহীন প্রবাসীদের পাশে জেদ্দার গার্ডিয়ান ফোরাম
প্রকাশিত : ১৫:৪৩, ২ মে ২০২০
বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দীর্ঘদিন লকডাউন ও কারফিউ জারি থাকায় কর্মহীন, অসহায় ও গৃহবন্দী হয়ে পড়েছে অনেক প্রবাসী বাংলাদেশি।
ক্ষতিগ্রস্ত এসব প্রবাসীদের সাহায্যে এগিয়ে এসেছেন জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরাম। রমজান উপলক্ষে ফোরামের পক্ষ থেকে প্রবাসী ও পরিবার নিয়ে বসবাসরত পরিবারগুলোর মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মঈন চৌধুরী বলেন, ‘সৌদিতে অনেক প্রবাসী বাংলাদেশি পরিবার নিয়ে অবস্থান করছেন, এই পরিস্থিতিতে অনেক পরিবার সমস্যার কথা কাউকে বলতে পারছে না। আমরা এই সমস্ত প্রবাসী পরিবার ও প্রবাসীদের খুঁজে বের করে তাদের পরিচয় গোপন রেখে সামান্য কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিয়ে আসছি। যা চলমান থাকবে।’
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ হাজার ৫৫৫ জন।
এআই//
আরও পড়ুন