ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কলকাতা ইসলামিয়া কলেজে ছাত্রনেতা ছিলেন শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-০৭)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

বেকার হোস্টেল ছিল সরকারি ছাত্রাবাস। প্রতিষ্ঠা হয়েছিল ১৯১০ সালে। ইসলামিয়া কলেজের এই হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন শেখ মুজিব। ছাত্রজীবনে জড়িয়ে পড়েন প্রত্যক্ষ রাজনীতিতে। আইএ পড়ার সময় কলকাতার বিভিন্ন নেতাদের সঙ্গেও সখ্য ভাব গড়ে ওঠে শেখ মুজিবুর রহমানের। পরে এই সম্পর্ক আরও গভীর হয়েছিল বিএ পড়বার সময়। 

স্মিথ লেনের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষটি পশ্চিমবঙ্গ সরকার জাদুঘরে পরিণত করেছে। তিনতলার দক্ষিণ-পূর্ব কোণের এ ঘরটি আজও ইতিহাস হয়ে আছে বাঙালিদের কাছে। 

শেখ মুজিব যখন ইসলামিয়া কলেজের ছাত্র তখন চল্লিশের দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের রেশ সে সময় কলকাতার পথে পথে। একই সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের লড়াইও তখন চরমে। তাই বলাই যায়, যুবক মুজিবের রাজনৈতিক সত্ত্বা তৈরী হয়েছিল ইসলামিয়া কলেজে পড়ালেখার সময়। ইতিহাসের উত্তাল সে সময়ে স্বাজাত্যবোধ, দেশপ্রেম, হিন্দু মুসলিম ঐক্য আর বিভেদ-বিদ্বেষ খুব কাছ থেকে দেখা শেখ মুজিবের। কলকাতা শহরের ইতিউতি কোণে ছড়িয়ে আছে বাঙালির সাহস ও মর্যাদার স্মারক মুজিবের বহু স্মৃতি।  

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি