ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কলকাতার বিপক্ষেও আজ খেলা হচ্ছে না মোস্তাফিজের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৬ মে ২০১৮

হায়দরাবাদ থেকে মুম্বাইয়ে যোগ দেওয়ার পর আইপিএলের চলতি মৌসুমে প্রথম ছয় ম্যাচেই দলের হয়ে মাঠে নামেন মোস্তাফিজ। তবে এবার মুদ্রার উল্টো পিঠ দেখা শুরু করেছেন এই তারকা। কোনো ইনজুরি নয়, টিম কম্বিনেশনের কারণে শেষ তিন ম্যাচে খেলা হয়নি এই পেসারের। আজ রোববার নিজেদের দশম ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামবে তার দল। ধারণা করা হচ্ছে ঘরের মাঠে আজও মোস্তাফিজকে ছাড়াই মাঠে নামবে দলটি। ফলে দেখা যাচ্ছে অলস সময় কাটাতে হচ্ছে মোস্তাফিজকে।

চেন্নাইয়ের বিপক্ষে মোস্তাফিজকে ছাড়া জিতলেও পরের ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এ হারে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে মুম্বাইয়ের সামনে সমীকরণ হলো বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে। সেই হিসেব সামনে রেখেই পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয় দিয়ে সিরিজে টিকে আছে দলটি। পাঞ্জাবের বিপক্ষেও খেলা হয়নি মোস্তাফিজের।

এদিকে প্রায় প্রতি ম্যাচের আগেই জহির খান, সঞ্জয় মাঞ্জেরেকার ও টেইটদের মত তারকারা মোস্তাফিজের একাদশে না থাকায় মুম্বাইয়ের সমালোচনা করেন। সাবেক ভারতীয় ক্রিকেটার মাঞ্জেরেকার বলেন, ম্যাকক্লেনাঘান এবং মোস্তাফিজের মধ্যে মোস্তাফিজই আদর্শ চয়েজ। মোস্তাফিজকে একাদশে রাখার পক্ষে ভোট দেন অস্ট্রেলিয়ান পেস তারকা শন টেইটও। টেইট বলেন, মুম্বাইয়ের জন্য মোস্তাফিজ ছিল আরও ভালো অপশন।

উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামবে হয়তো মুম্বাই। সেই হিসেবে আজও হয়তো একাদশে জায়গা হবে না মোস্তাফিজের এমনটা ধারণা অনেকের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি