কলকাতায় ইফতার পার্টিতে আ.লীগের নাশকতার পরিকল্পনা? যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত : ১৭:৪৩, ৩০ মার্চ ২০২৫ | আপডেট: ১৭:৪৬, ৩০ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার দুপুর ১২টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সম্প্রতি ভারতের কলকাতায় একটি ইফতার পার্টিতে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু সদস্য নাশকতার পরিকল্পনা করেছে— এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কলকাতায় কারা আছে, সেটা তদন্তের বিষয়। তবে ক্রিমিনালরা সব সময় এ ধরনের চিন্তা করবে। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।”
ঢাকা ফাঁকা থাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং নাশকতার কোনো সম্ভাবনা নেই। যদি কোনো ধরনের তথ্য পাওয়া যায়, তাহলে আমরা তা প্রতিহত করব।”
জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখানে প্রায় ৩৫ হাজার মুসুল্লি ঈদের জামাতে অংশ নেন, যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজনরা উপস্থিত থাকেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অজুর জন্য পানির ব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং সবার জন্য কার্পেটের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কেউ জায়নামাজ সঙ্গে আনতে না হয়।”
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট, ঈদুল ফিতর ঘিরে বাংলাদেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই এবং জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমবি//
আরও পড়ুন