ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ২ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৩৬, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের কলকাতায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। অষ্টমবারের মতো আয়োজিত হয়েছে এই মেলা, চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এবারও মেলা বসছে রবীন্দ্রসদনের কাছে অবস্থিত মোহরকুঞ্জ প্রাঙ্গণে।

প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। তবে শনি ও রোববার চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

মেলার আয়োজন করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। আর ব্যবস্থাপনায় রয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

সূত্র জানিয়েছে, এবারের মেলায় বাংলাদেশের ৬৯টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি