ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে স্পেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৭:১৪, ৮ জুন ২০১৭

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্পেন।
কলম্বিয়ার মাঠ স্তাদিও নুয়েভা কনডমিনাতে প্রথমেই এগিয়ে যায় স্পেন। ২২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ডেভিড সিলভা। এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি তারা। ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোল করে দলকে সমতায় ফেরান এডওয়ার্ড কারডোনা। দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। ৫৫ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফ্যালকাও। আর ৮৭ মিনিটে স্পেনের হয়ে আলভারো মুরাতা গোল করলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি