ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ৩ নারী

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৯, ৩১ জুলাই ২০১৯ | আপডেট: ১০:৪০, ৩১ জুলাই ২০১৯

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আলফাজ হোসেন (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। 

মঙ্গলবার রাতে উপজেলার সোনাবাড়িয়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ। 

নিহত আলফাজ হোসেন দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গীয়াস জানান, নিহত আলফাজ হোসেন রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির উঠানে চেয়ারে বসেছিলেন। এ সময় প্রতিবেশি সলেমান, আব্দুল গণি, মোসলেম, ইসমাইলসহ কয়েকজন এসে বাড়ির লোকজনের সামনেই তাকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষণ করেন। 

ওসি আরও জানান, আলফাজের সঙ্গে জমি নিয়ে মামলা চলছে প্রতিবেশি গোলাপ সরদারের ছেলে সলেমান, ইসমাইল, গনি ও ফয়সালের। তারা তাকে প্রায়ই হত্যার হুমকি দিতো জানিয়ে কিছুদিন আগে থানায় একটি জিডিও করেন আলফাজ। এরই জেরে তার প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যায় যারা অংশ নিয়েছিল পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করেছে। 

ময়না তদন্তের জন্য আলফাজের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় সলেমানের মা মল্লিকা বেগম, ইসমাইলের স্ত্রী দিলুফা ও গনির স্ত্রী বিউটিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি