ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মদিনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

প্রকাশিত : ১৭:৩৭, ১৭ মার্চ ২০১৯

সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়।

এরপর একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার,কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, সাবেক অধ্যক্ষ আবু নসর, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল,এড.শেখ কামাল রেজা,উপজেলা কৃষি কর্মকর্তা মহসিন আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরা বেগম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার হোসেন প্রমূখ।

বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে শিশু শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি