ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কলেরায় ১০ হাজার মানুষের মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করেছে জাতিসংঘ

প্রকাশিত : ১৬:১৬, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:১৬, ১৯ আগস্ট ২০১৬

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে কলেরায় দশ হাজার মানুষের মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করেছে জাতিসংঘ। ২০১০ সালে দেশটিতে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়ে, আক্রান্ত হয় ছয় লাখ মানুষ। তখন বিভিন্ন গবেষণায় বেরিয়ে আসে, হাইতিতে কর্মরত জাতিসংঘের নেপালি শান্তিরক্ষী বাহিনীর দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণেই কলেরার জীবাণু ছড়িয়েছিলো। কিন্তু, জাতিসংঘ বরাবরই তা অস্বীকার করে এসেছে। তবে, এবার জাতিসংঘের এক প্রতিবেদনে প্রথমবারের মত বিষয়টির জন্য দায় স্বীকার করে নেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি