ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কল্যাণ কোরাইয়াকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে গাড়িধাক্কা দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কল্যাণ কোরাইয়াকে জেল গেটে  জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বিকেলে ঢাকার মহানগর হাকিম মাজহারুল হকের আদালত এ আদেশ দেন। এর আগে  কলাবাগান থানার এসআই ওমর ফারুক খান তাঁকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। গেলো সোমবার রাতে বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত পান জিয়া।  রাজধানীর একটি হাসপাতেলে জিয়ার মস্তিস্কের অস্ত্রোপচার হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি