কসমেটিকসের দোকানগুলোতে বাড়ছে ভীড়
প্রকাশিত : ১১:৪৬, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১২:৩৪, ১৮ জুন ২০১৭
ঈদ যত ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীর বিভিন্ন শপিংমলে কসমেটিকসের দোকানগুলোতে বাড়ছে ভীড়। পোশাকের সাথে মিলিয়ে লিপস্টিক, আইলাইনার ছাড়াও অন্যান্য প্রসাধনী কিনছেন ক্রেতারা। দেশি প্রসাধনীর তুলনায় বিদেশি ব্র্যান্ডই বেশি বিক্রি হচ্ছে জানালেন বিক্রেতারা।
রুচিশীল পোশাক আর সাজসজ্জায় প্রকাশ পায় সৌন্দর্য।
ঈদের জন্য কেনা পোশাকটির সঙ্গে নিজেকে আকর্ষণীয় করে সাজাতে প্রয়োজনীয় কসমেটিস কেনাকাটায় ব্যস্ত রুপসচেতন নারীরা। এতটুকু কার্পণ্য না করে তারা ছুটছেন এক মার্কেট থেকে আরেক মার্কেটে।
পোশাকের সঙ্গে মিল রেখে কিনছেন লিপস্টিক, নেলপলিশ, আইলাইনার, আইশ্যাডোসহ অন্যান্য সামগ্রী। এর বাইরে প্রয়োজনীয় প্রসাধনী ফেস পাউডার, ফাইন্ডেশন, প্যানকেক, পারফিউমতো আছেই।
দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড থেকে পছন্দ ও সামর্থ্য অনুযায়ী ক্রেতারা কিনছেন পছন্দের প্রসাধনী।
শেষ মুহূর্তে কেনাকাটা আরো জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা।
আরও পড়ুন