কাঁচবন্দি রঙিন মাছের জগৎ এখন ধানমন্ডিতে
প্রকাশিত : ২১:৪৩, ১১ নভেম্বর ২০২২ | আপডেট: ২১:৪৪, ১১ নভেম্বর ২০২২
অ্যাকুরিয়ামবন্দি বাহারি রঙের জেলিফিশ
মানুষ চিরন্তনভাবেই বিচিত্র সৌন্দর্যের পূজারি। পানি, উদ্ভিদ আর মাছ প্রকৃতিকে করে তোলে আরও সৌন্দর্যমণ্ডিত। প্রকৃতির সেই অপার সৌন্দর্যের আধার বিচিত্র বাহারি মাছ যখন স্বচ্ছ কাঁচের জলজ বাগানে ঘুরে বেড়ায়, তা দেখতে কার না ভালো লাগে!
অ্যাকুরিয়াম হচ্ছে- এমনই ধরনের চারদিকে কাঁচ দিয়ে ঘেরা জলধারণ ক্ষমতাসম্পন্ন একটি পাত্র, যেখানে মাছ ও উদ্ভিদ উভয়কেই রাখা সম্ভব। অ্যাকুরিয়াম কেবল শখ কিংবা শোভাবর্ধনকারী নয়, এর বাণিজ্যিক গুরুত্বও রয়েছে বেশ। দেশের বিভিন্ন অঞ্চলে এখন গড়ে উঠেছে অ্যাকুরিয়ামের জমজমাট বেচাকেনা।
এমনকি দেশের পাড়া-মহল্লার দোকানেও এখন অ্যাকুরিয়ামে বিক্রি হচ্ছে বাহারি রঙের মাছ। তবে দেশে সবচেয়ে বড় আয়োজনে ঢাকার কাটাবনে রয়েছে অ্যাকুরিয়ামের বিশাল মার্কেট। কাটাবন থেকে নীলক্ষেত যাওয়ার সড়কটিতেই চোখে পড়ে বাহারি এই অ্যাকুরিয়াম মার্কেট।
আর এই অ্যাকুরিয়ামে বন্দি বাহারি রঙের মাছ- এখন থেকে পাওয়া যাবে ঢাকার ধানমন্ডিতেও!
সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে বাহারি মাছের অ্যাকুরিয়াম নিয়ে চালু হলো একটি আউটলেট। আজাদ ফিশারিজ নারায়ণগঞ্জে তাদের বিশাল ফিশ ফার্ম করার পর এবার ধানমন্ডিতে বড় পরিসরেই চালু করল এই আউটলেট।
ধানমন্ডির ৩ নম্বর রোডে অবস্থিত ড. রেফাতুল্লাহ হ্যাপি আরকেডের নীচ তলার ওই আউটলেট থেকে যে কেউ সংগ্রহ করতে পারবেন ফ্রেশ ওয়াটারসহ বিভিন্ন সল্ট ওয়াটার ফিশ।
সম্প্রতি শপটির উদ্বোধন করেছেন আজাদ রিফাত টেক্সটাইলের তিন ডিরেক্টর তাইজুল ইসলাম রাজিব, ফখরুল ইসলাম রাহাদ এবং মাহমুদুল ইসলাম রিফাত।
এনএস//