ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাউন্সিল পরবর্তী নতুন নেতৃত্ব আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনবে- ফখরুল

প্রকাশিত : ১৯:১৯, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২৪, ১৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বিএনপি’র কাউন্সিল পরবর্তী নতুন নেতৃত্ব আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনবে বলে আশাবাদ জানালেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণসভায় একথা বলেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতেই অজ্ঞাতদের নামে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ফটোজার্নালিষ্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে এই আলোচনা সভা। এতে যোগ দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি অভিযোগ করেন, বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। তবে কাউন্সিলের মধ্য দিয়ে সাংগঠনিক সক্ষমতা প্রমান করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিলের প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম মহাসচিব। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুমতি পাওয়ায় সেখানেই কাউন্সিল হবে বলে জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। এছাড়া জাতীয় প্রেসক্লাবে ধানের শীষ সমর্থক ফোরামের এক অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুলাহ আল নোমান  বলেন, জনগন বর্তমান সরকারকে চায়, তারা চায় নতুন নির্বাচন চায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি