ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাউন্সিলের পর আন্দোলনে সফলতা আসবে আশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫:৩৪, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ১০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

কাউন্সিলের পর দল সুসংগঠিত হওয়ায় বিএনপির আন্দোলনে সফলতা আসবে বলে আশা প্রকাশ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ঝিগাতলা মসজিদ রোডে সাবেক ফুটবলার, অসুস্থ আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। সেসময় মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা-গণতন্ত্র হারিয়ে গেছে। বিএনপির আন্দোলন সফল হলেই গণতন্ত্র ফিরে আসবে। তিনি আরও বলেন, গেল কয়েক বছর ধরে বিএনপি সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাজনীতি করছে। তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধিতে জন-জীবন অস্থির হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি