ঢাকা, শুক্রবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৫

কাকরাইলে বাসচাপায় পথচারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর কাকরাইল মোড়ে ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় বাবুল ঘোষ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় ইলেকট্রনিক দোকানের কর্মচারী ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

বাবুল ঘোষকে হাসপাতালে নেওয়া পথচারী মো. ফিরোজ জানান, কাকরাইল মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ভিক্টর পরিবহনের বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল ঘোষ কোতোয়ালি থানাধীন তাঁতীবাজার গোয়ালনগর এলাকার লক্ষ্মণ ঘোষের সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি