কাগমারি সম্মেলন ঘিরে নতুন দল গঠন করেন মওলানা ভাসানী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-৪৫)
প্রকাশিত : ১৩:১১, ৬ মে ২০২৩
১৯৫৩, ৫৫ এবং ৫৭ সালে দলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। ১৯৫৭ সালে কাগমারি সম্মেলন ঘিরে মওলানা ভাসানী আওয়ামী লীগ ছেড়ে নতুন দল গঠন করেন। জুলাই মাসে ঢাকার রূপমহল সিনেমা হলে দু’দিন ধরে চলে নিখিল পাকিস্তান গণতান্ত্রিক কর্মী সম্মেলন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী তাঁর নয়া দলের নাম দেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। তাঁর অবর্তমানে মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ হন আওয়ামী লীগের সভাপতি। ১৯৫৭ সালের ১৩ ও ১৪ জুন আওয়ামী লীগের কাউন্সিলে শেখ মুজিবুর রহমান আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হওয়ার পর ২৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত তিনি সরকারি সফরে চিন ভ্রমণ করেন।
১৯৫৮ সালের ৭ অক্টোবর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শাহেদ আলীর উপর আক্রমন হয়। মারাত্মক আহত হওয়ায় মৃত্যু হয় শাহেদ আলীর। এ ঘটনার পর ইস্কান্দার মির্জা পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। পাকিস্তানের সেনা সরকার আওয়ামী লীগের কর্মকান্ড স্থগিত করে আইন জারি করলে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com