কাঙাল হরিনাথের ১২৩তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১৫:৩৫, ১৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:৩৭, ১৬ এপ্রিল ২০১৯
সাংবাদিক, সাহিত্যিক, বাউল গানের রচয়িতা কাঙাল হরিনাথ তথা হরিনাথ মজুমদারের ১২৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৮৯৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
১৮৩৩ সালের ২২ জুলাই নদীয়া (বর্তমান কুষ্টিয়া) জেলার কুমারখালী গ্রামে জন্মগ্রহণ করেন কাঙাল হরিনাথ। ফকির চাঁদ বাউল নামে পরিচিত কাঙাল হরিনাথ গ্রামের সাধারণ মানুষের উন্নতির জন্য এবং তাদের শোষণ-পীড়নের বিরুদ্ধে সারা জীবন আন্দোলন করেছেন।
কাঙাল হরিনাথ সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতেন। ১৮৬৩ সালে গ্রামবার্তা প্রকাশিকা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। এতে কৃষকের প্রতি তখনকার নীলকর ও জমিদারদের শোষণ-অত্যাচারের কথা বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হতো। ফলে ব্রিটিশ সরকার ও স্থানীয় জমিদারদের পক্ষ থেকে তাকে ভীতি প্রদর্শন করা হয়। পত্রিকাটি সে সময় বিশেষ খ্যাতি অর্জন করে।
হরিনাথ ফকির লালন শাহর শিষ্য ছিলেন। আধ্যাত্মবাদ প্রচারের জন্য ১৮৮০ সালে ‘কাঙাল ফিকির চাঁদের দল’ নামে একটি বাউল দল গঠন করেন তিনি। গানে ‘কাঙাল’ নামে ভণিতা করতেন বলে এক সময় কাঙাল শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।
একে//