ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কাঙ্খিত তারিখের টিকেট পাচ্ছেন না যাত্রীরা (ভিডিও)

প্রকাশিত : ১৫:৪৭, ১৯ মে ২০১৯

ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রির তৃতীয় দিনে কাঙ্খিত তারিখের টিকেট পাচ্ছেন না যাত্রীরা । এ কারণে বেশিরভাগ কাউন্টারেই ক্রেতা নেই। এসি বাস কাউন্টারগুলোতে কিছুটা ভীড় থাকলেও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। তবে, বাড়তি ভাড়া না নেওয়া ও  পর্যাপ্ত টিকিট থাকার কথা দাবি করেছে বাস কাউন্টারগুলো।

আত্মীয় পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অগ্রিম বাস টিকেট সংগ্রহ করতে অনেকেই এসেছেন রাজধানীর বাস কাউন্টারগুলোতে।

রাজধানীর মহাখালি বাসস্ট্যান্ড। অনেকে সকাল থেকে অপেক্ষায় ছিলেন অগ্রিম টিকিটের জন্য। কিন্তু দু একটি ছাড়া বেশিরভাগ কাউন্টারই টিকিট দিচ্ছে না বলে অভিযোগ তাদের।

এদিকে, গাবতলী বাস টার্মিনালের চিত্র কিছুটা ভিন্ন। সকাল থেকে মোটামুটি শোক সমাগম হচ্ছে।

নন-এসি গাড়ির টিকেট নির্ধারিত তারিখে না পেলেও নির্ধারিত দামে পেয়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

তবে,এসি বাস সার্ভিসের টিকেট কাউন্টারে, যাত্রীরা পছন্দের তারিখে তো পাচ্ছেননা বরং টিকেট না পেয়ে  কিনছেন বাড়তি দামে।

টিকেটের বাড়তি দাম নেয়ার কথা অস্বিকার করেন কাউন্টারের কর্মীরা।

কাঙ্খিত দিনের টিকিট পেয়ে যাত্রিরাও উচ্ছসিত  প্রকাশ করেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি