কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে চলছে শেষ মুহূর্তের প্রস্তুুতি
প্রকাশিত : ১৩:২২, ২৪ মে ২০১৬ | আপডেট: ১৩:২২, ২৪ মে ২০১৬
জন্মজয়ন্তীকে ঘিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে চলছে শেষ মুহূর্তের প্রস্তুুতি। বইছে উৎসবের আমেজ। নজরুল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চলছে চূড়ান্ত মহড়া।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশালের দরিরামপুর একাডেমী মাঠে আয়োজন করা হচ্ছে ৩ দিনের অনুষ্ঠানমালার। একাডেমী মাঠের নজরুল মঞ্চ ও নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
নজরুলের শেকড় কাজির শিমলার দারোগা বাড়ি ও নামাপাড়ার বিচুতিয়া বেপারী বাড়িতেও রাখা হয়েছে আলাদা আয়োজন।
কেবল বিনোদন নয়, সাংস্কৃতিক পর্বের প্রতিটি অনুষ্ঠানে নজরুলের চেতনাকে মেলে ধরার কথা জানান উৎসবের আহ্বায়ক।
৩ দিনের আয়োজনে নিরাপত্তারও কমতি নেই।
নাটক, গান আর নানা অনুষ্ঠানমালার মাধ্যমে কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে পড়বে সবখানে-এমনটাই প্রত্যাশা নজরুলের ভক্ত অনুরাগীদের।
আরও পড়ুন