কাজী সালাহউদ্দিনকে দেয়া সম্মাননা বাফুফের প্রত্যাখ্যান
প্রকাশিত : ১০:৪৮, ১ জানুয়ারি ২০২৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনকে দেয়া বিএসপিএ’র সম্মাননা প্রত্যাখ্যান করেছে বাফুফে।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন গত শুক্রবার দেশের সর্বকালের সেরা ১০ ক্রীড়াবিদ নির্বাচন করে।
প্রতিষ্ঠানটির চোখে সেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে দ্বিতীয় সেরা করা হয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ও বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনকে।
সেদিন রাতে সম্মাননা গ্রহণ করেই সালাউদ্দিন ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান থেকে চলে যান।
পরে বাফুফের নির্বাহী কমিটির এক সভায় সম্মাননা প্রত্যাখ্যানের বিষয়টি জানায়।
এ বিষয়ে শনিবার এক বৈঠকে বসেছিল বাফুফের নির্বাহী কমিটি। এই সভায় বিএসপিএ’র দ্বিতীয় স্থান অর্জনকারী পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানায় বাফুফে।
বিএসপিএ’র দ্বিতীয় হওয়ার পুরস্কারের অর্থের চেক এবং ক্রেস্ট ফিরিয়ে দিয়েছে বাফুফে কার্যনির্বাহী কমিটি। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কার্যালয়ে তা ফেরত পাঠায় তারা।
এএইচ