ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কাজে আসছে না ফুটওভার ব্রিজ (ভিডিও)

প্রকাশিত : ১০:২৪, ৩১ মার্চ ২০১৯

যাদের চলাচলে নিরাপত্তার জন্য বানানো হয়েছে ফুটওভার ব্রিজ তাদের পা-ই পড়ে না অধিকাংশটায়। তাই ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছেন হাজারো মানুষ। আবার যেখানে দরকার ছিল, সেখানে নির্মাণ না হওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।

ঝুঁকি এড়াতে ঢাকা মেট্রো পলিটন পুলিশ হেড কোয়ার্টারের পাশে এই ফুট ওভার ব্রিজটি নির্মিত হয়েছিল বেশ ক’বছর আগে। কিন্ত ঘন্টাখানেক দাঁড়িয়ে থেকেও তা কাউকে ব্যবহার করতে দেখা গেল না। পান্থপথ, তেজগাঁও, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, মিরপুর রোডের দারুস সালাম, কবি সুফিয়া কামাল হল, বুয়েটের সামনে, কলাবাগান, শুক্রাবাদ, ইংলিশ রোডসহ আরও অনেকগুলোর অবস্থাই তথৈবচ! তাহলে কেনই বা কার স্বার্থে নির্মিত হয়েছিল এসব পদচারী সেতু।

পথচলতি মানুষেরা বলছেন, যেসব মোড়ে ফুটব্রিজের দরকার ছিল সেখানে তা তৈরি হয়নি।

প্রতিনিয়ত ঝুঁকি আর প্রতিদিনই মৃত্যু- তারপরও কেন ফুট ব্রিজ ব্যবহারে মনোযোগী হচ্ছেন না রাজধানীবাসী- এসবের কারণ জানতে ঘটনাস্থলে আমরা আহ্বান করেছিলাম ট্রাফিকের উর্ধ্বতন কর্মকর্তাকে।

ভবিষ্যতে আরও জনবান্ধব ফুট ব্রিজ তৈরীর পরামর্শ ট্রাফিক বিভাগের।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি