ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

কাঞ্চন-চম্পার ‘সোনালি দিন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২১ জুলাই ২০১৮

আশি ও নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ছিলেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা। এখন দু’জনেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। তবে মাঝে মাঝে নাটকে ও চলচ্চিত্রে উভয়কেই আলাদা আলাদা দেখা যায়। সম্প্রতি একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন এই দুই শিল্পী। নাম ‘সোনালি দিন’।

মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। এরই মধ্যে নাটকটির ৫২ পর্বের শুটিং শেষ হয়েছে। বর্তমানে ঢাকা, শেরপুর ও কক্সবাজারে চলেছে নাটকটির পরের পর্বের শুটিং।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এর আগেও আমি এবং চম্পা অনেক ধাবারাহিকে অভিনয় করেছি। একটি ধারাবাহিক তো বেশ জনপ্রিয় হয়েছিল। এ নাটকে আমরা আপাতত খুব পরিচিত দু’জন হিসেবে অভিনয় করেছি। কিন্তু এই দু’জনের চরিত্রে নানা ধরনের ঘটনা আছে। নাটকের বিভিন্ন পর্বে ধীরে ধীরে আসবে।’

চম্পা বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে অভিনয় করাটা আনন্দের। ধারাবাহিকটি সত্যিই অনেক ভালো লাগবে। আমাদের চরিত্রগুলো দর্শক এতে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

এ নাটক প্রসঙ্গে নির্মাতা রোকেয়া প্রাচী বলেন, ‘দারুণ গল্পের একটি ধারাবাহিক এটি। চেষ্টা করেছি ভালো শিল্পীদের নিয়ে কাজ করার। তারকা অভিনয়শিল্পীদের সম্মেলন ঘটিয়েছি। তবে এমন নয় যে, তারা এসেছেন দু-একটি শট দিয়ে চলে গেছেন। প্রত্যেককে নিয়ে গল্প আছে। সবারই আলাদা অভিনয়ের জায়গা আছে।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি