ঢাকা, মঙ্গলবার   ২৫ জুন ২০২৪

কাঞ্চন পৌরসভা নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ১৬ জুন ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোটার আইডি প্রতি ৫শ’ টাকা করে দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার বিরুদ্ধে। টাকা দিয়ে ভোট কেনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত উপজেলার কাঞ্চন পৌরসভার কয়েকটি এলাকায় আবুল বাশার বাদশার সমর্থকরা ভোটার আইডি কার্ড প্রতি প্রদান করেন।

আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জগ প্রতীকে রফিকুল ইসলাম রফিক ও মোবাইল প্রতীকে দেওয়ান আবুল বাশার বাদশা প্রতিদ্বন্দ্বীতা করছেন। শনিবার রাতে আধারে দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ভিডিওতে দেখা যায়, প্রার্থী বাদশার সমর্থক শামীম কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ডের হাটাবো বাড়ৈপাড় এলাকায় গিয়ে ভোটার আইডি দেখে প্রতিটি ভোটারদেরকে ৫শ’ টাকা দিচ্ছেন। অপরদিকে, ২নং ওয়ার্ডের বাদশার আরও দুই সমর্থক শহিদুল্লাহ ও মামুন ও তার সহযোগীরা ভোটার আইডি প্রতি ভোটারদের ৫শ’ টাকা করে দিচ্ছেন। 

ভিডিও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী ভোটার আইডি কার্ড প্রতি ৫শ’ টাকা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট কিনছেন। টাকা দিয়ে ভোট কেনা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। আমি নির্বাচনের প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

টাকা দিয়ে ভোট কেনার ব্যাপারে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, ‘টাকার বিষয়টি আমার জানা নাই।’

এ ব্যাপারে সহকারী প্রিজাইডিং অফিসার তাজাল্লীম ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি