ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

কাতার ফুটবল লিগের শিরোপা জিতলো লেখউইয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১৬ এপ্রিল ২০১৭

আল শাহানিয়ার সাথে ড্র করে কাতার ফুটবল লিগের শিরোপা জিতেছে লেখউইয়া।

খেলার ৪৩ মিনিটে এগার ডি সিলভার গোলে ১-০তে এগিয়ে যায় লেখউইয়া। ৭১ মিনিটে আনোয়ারের গোলে ১-১ এ সমতা আনে আল শাহানিয়া। এর ৭ মিনিট পর আবদেরাহামের গোলে ২-১ এ এগিয়ে যায় লেখউইয়া। কিন্তু ২ মিনিট পরই ফাহাদের গোলে ২-২ ে সমতা আনে শাহানিয়া। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এরফলে ২৬ খেলায় ৬৩ পয়েন্ট নিয়ে শিরোপা জেতে লেখউইয়া।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি