ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে টিকেটহীন ভক্তদের মেসি উন্মাদনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

টানটান উত্তেজনাময় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি ফাইনাল চলাকালে লুসাইল স্টেডিয়ামের ভেতর থেকে আসা দর্শকদের গর্জন শুনেই নিকোলাস মন্টেজ বলে দিলেন প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি।

স্টেডিয়ামের বাইরে অপেক্ষমান হাজার হাজার ভক্তদের একজন বললেন, মেসির গোল না হলে এত বিকট চিৎকার হতো না। মেসির সেই ১০ নম্বর জার্সি পরিহিত ২৯ বছর বয়সি ভক্ত যোগ করেন, গোলটি যদি ক্রোয়েশিয়া করতো তাহলে মাঠ থাকতো নিরব। মেসির জন্যই সেখানে গেছে সবাই। 

আলবিসেলেস্তেদের আরেক সমর্থক সান্টিনো রোজা বলেন, ‘এই প্রথম, আমি আর্জেন্টিনা ম্যাচের টিকিট পাইনি। ভিতরে যেতে না পেরে আমার মন খারাপ। তবে এখানে থাকতে পেরে আমি অন্তত সবার আগে জানতে পারছি গোল হয়েছে। একটি যদি মেসির গোল হয় তাহলে তো কথাই নেই।’

গণমাধ্যমে রিপোর্ট অনুযায়ী ৩৫ হাজারেরও বেশি আর্জেন্টাইন সমর্থক বিশ্বকাপের জন্য কাতার এসেছে। মেসির শিরোপা জয়ের আশায় এদের অধিকাংশ সেখানেই অবস্থান করছে। এদের মধ্যে বিপুল সংখ্যক সমর্থক সেমি-ফাইনালের টিকিট সংগ্রহ করতে পারেনি। ফলে দক্ষিন এশিয়ার অভিবাসী শ্রমিকদের সঙ্গে দোহারে বিভিন্ন বড় পর্দায় খেলা দেখার জন্য জড়ো হয়েছেন মেসি ভক্ত এসব আর্জেন্টাইন সমর্থকরা।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি