কাতারে পালিত হলো ঈদুল ফিতর
প্রকাশিত : ১২:২১, ১৫ জুন ২০১৮ | আপডেট: ১২:৫২, ১৫ জুন ২০১৮
কাতার সহ মধ্যপ্রাচ্যে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ১৫ জুন ২০১৮ ইং শুক্রবার ফজরের নামাজ আদায়ের পরপরই কাতারে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা।
কাতার সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ঈদের জামায়াত বিভিন্ন মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।
নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে কাতারের জাতীয় মসজিদে।
আরকে//
আরও পড়ুন