ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২৬ ডিসেম্বর ২০২৩

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা দ্রুত ও সহজে প্রদান করার জন্য কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ।  গত রোববার (২৪ ডিসেম্বর) এই কনস্যুলার সেবা সপ্তাহ শুরু হয়, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে (২৬ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণ নতুনরূপে সাজানো হয়। এছাড়া স্থানীয় সময় দুপুর ১টায় এই উপলক্ষে দূতাবাস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন রাষ্ট্রদূত। 

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে প্রবাসীদের সেবা দিতে পরিচালিত হচ্ছে, উপস্থিত যেকোন সেবা গ্রহণের সরাসরি আবেদন গ্রহণ, পাসপোর্ট আবেদন ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতাল পরিদর্শন ও কারাবন্দী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাত।

এ সময় উপস্থিত ছিলেন, বিপুলসংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি