ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের মিলনমেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ২৭ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

কাতারে 'বাংলাদেশি স্বেচ্ছাসেবক কাতার'র উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত। যৌথভাবে মিলনমেলা উপস্থাপনা করেন সাজ্জাদুল হক ও ডা.সৈয়দ আসিফ উদ্দিন। মো. ফয়েয উল্লাহর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত ও রফিক-সত্য রায় কণ্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হয় এই মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান।

২৫ই আগস্ট শুক্রবার সন্ধ্যা দোহার অভিজাত হোটেলে বাংলাদেশী স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূতাবাস কাতারস্থ রাষ্ট্রদূত জনাব মো. নজরুল ইসলাম।

পাশাপাশি স্বাগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদানের বাংলাদেশি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ডা.তারেক আহমেদ। এছাড়াও বাংলাদেশ দূতাবাস কাতার এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান বক্তা হিসেবে ছিলেন মো. নজরুল ইসলাম, মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার। এসময় রাষ্ট্রদূত বলেন, কাতার বিশ্বকাপে বাংলাদেশ সেচ্ছাসেবী সদস্যদের 'বাংলাদেশি স্বেচ্ছাসেবক কাতার'র কর্মকাণ্ডে যে অবদান রাখছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে। ভবিষ্যতে এধরণের যেকোনো ভালো কাজ ও কর্মকাণ্ডে বাংলাদেশি স্বেচ্ছাসেবক কাতারকে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ জাবেদ হোসেন পরিচালক সিনার্জি টেকনোলজি সলিউশন, মুরাদ হোসেন পরিচালক রিলায়েন্ট গ্রুপ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মুরাদ, স্কিলএইড সফটওয়্যার-বাঙ্গালীয়ানা-বাংলামেলা, নিজামউদ্দিন তারেক -শাহজালাল ট্রাভেল ও টুরিস্ট, লিংকন সহ-সভাপতি বাংলাদেশ বিজনেস ফোরাম কাতার, মো. আমিনুল ইসলাম-কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন, সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ, মেহেরুন হৃদি-অনন্যা ফাউন্ডেশন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার এর নেতৃবৃন্দ, কাতার বাংলাদেশ প্রেসক্লাব, কাতার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাতার বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর কর্মকর্তাবৃন্দ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি