কাতারের উপর থেকে অবরোধ প্রত্যাহারের আহবান
প্রকাশিত : ১৩:০৬, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৯, ১০ জুন ২০১৭
কাতারের উপর থেকে অবরোধ প্রত্যাহারের আহবান জানিয়েছে জার্মানি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল চলমান সংকট নিরসনে কূটনৈতিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেছেন। এ’জন্য যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসারও আহবান জানান তিনি। সৌদি আরবের নেতৃত্বে কাতারের উপর অবরোধের তীব্র সমালোচনা করে গ্যাব্রিয়েল, একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে মন্তব্য করেন। অন্যদিকে, কাতারের উপর এবার অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে, কাতারকে রাজনৈতিকভাবে বয়কট করে দেশটি।
আরও পড়ুন