কাতারের কূটনৈতিক দ্বন্দের জন্য ট্রাম্পের সৌদি সফর দায়ী- ইরান
প্রকাশিত : ১৩:০৪, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৩:৪৪, ৬ জুন ২০১৭
কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক দ্বন্দের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সৌদি সফরকে দায়ী করেছে ইরান।
ইরানী এক কূটনীতিকের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ বলছে, ট্রাম্পের সফরকালে দুইদেশের মধ্যকার অস্ত্রচুক্তির ফলেই উপসাগরীয় অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কুয়েত ও ওমান। এছাড়া সংকট সমাধানের লক্ষ্যে আজ সৌদি আরব যাচ্ছেন কুয়েতের আমির জাবের আল-আহমেদ আল-সাবাহ। এদিকে, সম্পর্ক বিচ্ছিন্নের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখলেও কাতারের উদেইদ বিমান ঘাঁটি ব্যবহার অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন