ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কাতালানের স্বাধীনতা ঘোষণা বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৯ নভেম্বর ২০১৭

কাতালানের নেতা পুজদেমনের স্বাধীনতা ঘোষণাকে আইনের শাসনের পরিপন্থী আখ্যা দিয়ে এটিকে বাতিল করে দিয়েছেন স্পেনের একটি আদালত।

আদালত বলেন, কাতালানের সংসদ এমন সিদ্ধান্ত নিতে পারেন না। স্বায়ত্তশাসন মানে স্বার্বভৌমত্ব নয় । স্পেনের সংবাদ মাধ্যম ইআই পেইসের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গত বুধবার আদালত এই সিদ্ধান্ত নেন।

কাতালানের আঞ্চলিক সংসদ চলতি বছরের ২৭ অক্টোবর স্বাধীনতা ঘোষণা করে। পহেলা অক্টোবর এক গণভোটের পর কাতালানের সংসদ এমন ঘোষণা দেন। তবে মাদ্রিদ গণভোটকে অবৈধ ঘোষণা করেন আগেই ।

কাতালানের বরখাস্থ হওয়া নেতা পুজদেমন দাবি করেছিল, গণভোটে ৯০ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছিল । তবে গণমাধ্যমে খবর বের হয় ওই ভোটে উপস্থিতিরি সংখ্যা ৫০ শতাংশেরও কম ছিল।

এমজে/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি