কাতালোনিয়া প্রশ্নে স্পেনকে সমর্থন বাংলাদেশের
প্রকাশিত : ১৮:১১, ২ নভেম্বর ২০১৭
কাতালোনিয়ার স্বাধীনতা আটকাতে স্পেন যেসব পদক্ষেপ নিয়েছে তাতে সমর্থন জানিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কাতালোনিয়া প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়।
কাতালোনিয়ার নেতারা সম্প্রতি স্বাধীনতার ঘোষণা দিলে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে স্পেন সরকার।
কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। লিওনেল মেসিসহ আরো অনেক নামকরা খেলোয়াড়দের নিয়ে গড়া ফুটবল দল ‘এফসি বার্সেলোনা’ বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল।
ঢাকা-মাদ্রিদ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনের মূলনীতি অনুসরণ করে বাংলাদেশ কাতালোনিয়ার বিষয়টি স্পেনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মনে করছে। স্পেন সরকার এ ক্ষেত্রে সাংবিধানিক ক্ষমতাবলে যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে সমর্থন দিচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ মনে করে, জাতীয় ঐক্য, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্পেন সরকার ইতোমধ্যে কাতালোনিয়ার প্রধানমন্ত্রী কার্লোস পুজদেমনকে বরখাস্ত করেছে। পুজদেমন তার রাজ্য সরকারের পাঁচজন মন্ত্রী নিয়ে বেলজিয়ামে গিয়ে উঠেছেন।
এদিকে পুজদেমন সরকারের ১৩ সদস্যকে এ সপ্তাহে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে স্পেনের হাই কোর্ট। কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণাকে সংবিধানবিরোধী পদক্ষেপ হিসেবে দেখছে মাদ্রিদ।
এমআর/ডব্লিউএন
আরও পড়ুন