ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

কাদের খানের মৃত্যু গুজব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ৩১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৪, ১ জানুয়ারি ২০১৯

গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি বলিউডের বিখ্যাত অভিনেতা কাদের খান। রবিবার গভীর রাতে আচমকাই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাকে শ্রদ্ধা জানানোর হিড়িক পড়ে যায় নেটিজেনদের মধ্যে।
কিন্তু সেই খবর সত্য নয়। এমনটাই জানিয়েছেন কাদের খানের ছেলে সরফরাজ খান। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে যাওয়ার পরই তিনি গণমাধ্যমকে একথা জানান। 
জানা গেছে, গত মঙ্গলবার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরিস্থিতির অবনতি হলে মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। পরে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে।
উল্লেখ্য, ১৯৭৩ সালে ‘দাগ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩’শ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন।

প্রসঙ্গত, রোববার সকালে ভারতের ভবানীপুরে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তী পরিচালক মৃণাল সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি