ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানাডার উত্তরাঞ্চলে বিমান দুর্ঘটনায় ছয়জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ২৪ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

কানাডার সুদূর উত্তরে বরফে আচ্ছাদিত রিও টিন্টো’র খনিতে শ্রমিকদের বহনকারী একটি ছোট কমিউটার প্লেন মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। 

অস্ট্রেলিয়ান মাইনিং জায়ান্ট রিও টিন্টো বলেছে, বিমানটি ‘আমাদের অনেক লোককে বহন করে’ ডায়াভিক খনিতে যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে,। ‘এতে তাদের প্রাণহানি ঘটেছে।’

মিডিয়ার সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এভিয়েশনের একটি সূত্র জানায়, দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণে রক্ষা পেয়েছেন। 

অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয়  সময় সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

স্নোমোবাইলে  (মোটর স্লেজ) থাকা কানাডিয়ান রেঞ্জাররা বিমানের ধ্বংসাবশেষ সনাক্ত করেছে, অনুসন্ধান ও উদ্ধারকারী প্রযুক্তিবিদরা প্যারাসুট করে ঘটনাস্থলে পৌঁছেছে।

জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, চার্টার ফ্লাইটটি রানওয়ের শেষ থেকে ১.১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়েছে।

ফোর্ট স্মিথ থেকে সমস্ত ফ্লাইট বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্তে একটি দল মোতায়েন করেছে।

রিও টিন্টোর প্রধান নির্বাহী জ্যাকব স্টশহোম ক্ষতিগ্রস্তদের পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি ‘গভীর শোক ও সহানুভূতি’ প্রকাশ করেছেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি