ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানাডার বিপক্ষে মেসি ও ডি মারিয়াকে খেলাবেন স্কালোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ৯ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

কোপা আমেরিকার সেমিফাইনালে কাল কানাডার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। লাইনআপে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস দিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। কোপার শেষ চারের লড়াইয়ে আর্জেন্টিনাকে হারাতে নিজেদের সেরা ম্যাচ খেলতে চান কানাডার কোচ জেসি মার্শ। 

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার সকাল ৬টায়। 

আর মাত্র দুই ম্যাচের অপেক্ষা। আরেকটা কোপা আমেরিকার শিরোপার দ্বারপ্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা লিওনেল মেসিরা আসরে এখনও টুর্নামেন্টে অপরাজিত।

কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার দল নির্বাচন নিয়ে দ্বন্দ্বে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। কোপার সেমিফাইনালের লাইনআপে পরিবর্তন আনার কথা ভাবছেন আর্জেন্টিনার প্রধান কোচ। এরআগে, লিওনেল মেসি ও দি মারিয়াকে একসঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। তবে, সিদ্ধান্ত বদলে সেমিফাইনালে কানাডার বিপক্ষে হয়তো দুজনকেই মাঠে নামাতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

কোপা আমেরিকার আঙিনায় উরুগুয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সাফল্য ১৫টি শিরোপা আর্জেন্টিনার। মুকুট ধরে রাখার মিশনে এসে দারুণ গতিতে ছুটছে তারা। চলতি বছরে এ পর্যন্ত আট ম্যাচ খেলেছে দলটি। সবগুলোই জেতা মেসিদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সবশেষ ম্যাচ হেরেছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে।

এদিকে, লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে এই প্রথম আমন্ত্রিত কানাডার খেলতে আসা। তবে, চমক দেখিয়ে তারাও উঠে এসেছে সেরা চারে। আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ে ধারেকাছে নেই কানাডা। ২০১০ সালে প্রীতি ম্যাচে প্রথম দেখায় ৫-০ গোলের হার। 

এ আসরে গ্রুপ পর্বের দেখায় তারা মেসিদের বিপক্ষে হেরে যায় ২-০ ব্যবধানে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি