ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কানাডায় গাড়ি হামলায় নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৯:২৩, ২৪ এপ্রিল ২০১৮

কানাডার টরেন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। হামলার পরই হতাহতদের উদ্ধারে মাঠে নামে টরেন্টোর পুলিশ ও উদ্ধারকারী দলের কর্মীরা। 

স্থানীয় সময় সোমবার দুপুর দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) দিকে টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটনা ঘটে। হামলার ঘটনায় গাড়িচালককে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।


একজন প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনাস্থলে চারটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ঘটনার পর আশেপাশের সড়ক ও রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।


সূত্র : বিবিসি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি