ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানের রেড কার্পেটে সেলফি নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিখ্যাত কান ফিল্ম ফেস্টিভালে সাধারণ মানুষ খুব একটা সেলফি তোলেন না। তারকারাই সেখানে সেলফি নিতে ব্যস্ত থাকেন বেশি। অয়োজন চলা কালে তাঁদের একে অপরের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। কোনও কোনও সময় ভক্তদের সঙ্গেও সেলফি তোলেন তাঁরা। তার থেকেও বেশি ব্যস্ত থাকেন ফোটোগ্রাফারদের পোজ দিতে। সেই কারণে প্রায়ই ভিড় জমে যায় রেড কার্পেটে। আর এ জন্যই এবার রেড কার্পেটে সেলফির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কান ফিল্ম ফেস্টিভালের ডিরেক্টর থেইরি ফারম্যাক্স জানিয়েছেন, রেড কার্পেটে সেলফি তোলার জন্য অযথা সেখানে সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া রেড কার্পেটে এমন ঘটনা হাস্যকর ও অদ্ভুত।

থেইরি ফারম্যাক্স আরও জানিয়েছেন, রেড কার্পেটে সেলফির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের জন্য নাকি কাস্ট ও ক্রুয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

ফারম্যাক্স জানিয়েছেন, শুধুমাত্র এই সেলফি তোলার কারণেই অনুষ্ঠান অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। তাই এবার সেলফি তোলাই বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি