ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাবা শরিফে পরানো হয়েছে সোনা-রূপার তৈরি গিলাফ

সৌদিআরব প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২০, ১০ আগস্ট ২০১৯ | আপডেট: ১৮:৪৯, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সৌদি আরবে অবস্থিত প্রথম ও পুরনো স্থাপনা মসজিদুল আল হারাম কা'বা ঘরে আজ শনিবার হজ্বের দিন পরানো হয়েছে সোনা-রুপা খচিত নতুন গিলাফ। 

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিবছরের মতো আরাফাতের দিনে (৯ জিলহজ) আজ পবিত্র কাবা আচ্ছাদিত হয়েছে নতুন গিলাফে। পবিত্র মসজিদের (মসজিদুল হারাম) ও মসজিদে নববীর সভাপতি শেখ ড. আবদুল রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইসের তত্ত্বাবধানে আজ ফজরের নামাজের পর নতুন এ গিলাফ পরানো হয়।

এবারের গিলাফটি তৈরি করা হয়েছে সিল্কের ৬৭০ কেজি সুতা, স্বর্ণ ১২০ কেজি এবং রুপার ১০০ কেজি সুতা দিয়ে। কালো জমিনের ওপর অঙ্কিত হয়েছে সোনালি আরবি হরফে কোরআনের আয়াত। বাদশাহ আবদুল আজিজ কমপ্লেক্সে ১৬০ শিল্পী ও কারিগর এ গিলাফটি তৈরি করেছেন।

নতুন গিলাফ পড়ানোর সময় পুরনো গিলাফ সরিয়ে ফেলা হয়েছে। তা কেটে মুসলিম বিশ্বের সরকার প্রধানদের দেয়া হয় উপহার। এ অংশের ধারাবাহিকতায় বাংলাদেশে রাজধানী ঢাকা বায়তুল মোকাররম মসজিদে গিলাফের একটি টুকরো টানানো রয়েছে।
এনএম/কেআই 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি