ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা করবেন তার মিত্ররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের সঙ্গে জেলে দেখা করবেন দলটির নেতা। আগামীকাল শনিবার ইমরান খানের সঙ্গে এই বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই আলোচনায় ভোটের ফলাফল এবং পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হতে পারে- এসব বিষয়  নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় বর্তমানে আদিয়ালা জেলে বন্দী আছেন ইমরান খান। এই নিয়ে ইমরান খান এবারের নির্বাচনে লড়াইও করতে পারেননি। সেইসঙ্গে পিটিআই-এর দলীয় প্রতীকও ছিনিয়ে নেওয়া হয়েছে। তার দলের প্রার্থী স্বতন্ত্র হিসেবে এবারে ভোট করেছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত ২২৪টি আসনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা সবচেয়ে বেশি আসন পেয়েছেন।

জিও টিভির তথ্য অনুযায়ী, স্বতন্ত্রপ্রার্থীরা পেয়েছেন ৯২টি আসন- যার বেশিরভাগই ইমরান খান সমর্থিত। নওয়াজ শরিফ পিএমএল-এন পেয়েছে ৬৩টি। আরেক প্রতিদ্বন্দ্বী পিপিপি পেয়েছে ৫০টি আসন। বাকি দলগুলো পেয়েছে মোট ১৯টি আসন। ফলাফল ঘোষণা বাকি রয়েছে ৪১টি আসনে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি