ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারিনার ‘স্ট্রেচ মার্কস’ নিয়ে তোলপাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাইফ আলী খানের স্ত্রী সে। মা হয়েছেন বেশি দিন হয়নি। মাত্র এক বছরে নিজেকে ফিট করেছেন এই বলিউডি মা। করেছেন কঠর পরিশ্রম। নিয়ম করে শরীরের প্রতি যত্ন নিয়ে ফিরে এসেছেন পূর্বের চেহারায়। কিন্তু প্রশ্ন যে থেকেই যায়! ভক্তদের এমন প্রশ্ন থাকাটাই স্বাভাবিক।

কিছুদিন আগে ফ্যাশন সাময়িকী ভোগ-এর জন্য ফটোশ্যুট করেছেন কারিনা। কমলা রঙের একটি পোশাক পরে পোজ দেন তিনি। তাতে দেখা যায় কারিনার শরীরে মেদের চিহ্নমাত্র নেই। সদ্য মা হওয়া কারিনার পেটে নেই কোনও ‘স্ট্রেচ মার্কস’ (গর্ভকালীন সময়ে হওয়া দাগ)। আর তা নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

অনেকেরই দাবি ফটোশপে কারিনার পেটের স্ট্রেচ মার্কস মুছে দেওয়া হয়েছে। কারণ মাত্র ১ বছর বয়স হয়েছে কারিনার ছেলে তৈমুরের। এরই মধ্যে কোনও ভাবেই মায়ের শরীর থেকে স্ট্রেচ মার্কস মুছে যেতে পারে না। তাই কারিনার সেই ছবিতে কৃত্রিমভাবে সেটি মুছে ফেলা হয়েছে। এটা একেবারেই কাম্য নয় বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন।

কেউ কেউ আবার বলছেন- বেবি বাম্প দেখাতে যখন সেলিব্রিটিরা দ্বিধা করেন না, তখন স্ট্রেচ মার্কস নিয়ে এত লুকোচুরি কেন! আর কারিনার মতো একজন স্বাধীনচেতা অভিনেত্রীর এমন মানসিকতা একেবারেই কাম্য নয়। এরকম একাধিক মন্তব্য পাল্টা মন্তব্য নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়া। তবে কারিনা এ নিয়ে কোন মন্তব্য করেননি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি