ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কার্ল মার্কস-এর জন্মের ২০০ বছর উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ৫ মে ২০১৮ | আপডেট: ২০:২৪, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ লেখক শিবির শ্রমিক শ্রেণির নেতা কার্ল মার্কস-এর জন্মের ২০০ বছর উদযাপন করেছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপন করা হয়।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমর, বাংলাদেশ লেখক শিবির কেন্দ্রীয় পরিষদের সম্পাদক কমরেড কাজী ইকবাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় পরিষদের সভাপতি কমরেড হাসিবুর রহমান।

এ সময় বক্তারা কার্ল মার্কসের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, প্রকৃতির মত মানব সমাজের ক্রমবিকাশের ইতহাসও কতগুলো নিয়মের অধীন। এই বিষয়টি যিনি গভীরভাবে উপলব্ধি করে সমাজের রূপান্তরের সূত্র আবিস্কার করেন তিনি হচ্ছেন কার্ল মার্কস। মার্কস শুধু সেই আবিস্কারের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেই তত্ত্বকে সমাজ পরিবর্তনের সংগ্রামের ক্ষেত্রে প্রয়োগ করেন। তিনি বিশ্বের  মৌলিক রূপান্তরের পথ প্রদর্শন করেছেন। সেই উপলব্ধি থেকে কার্ল মার্কস বলেন, এ পর্যন্ত দার্শনিকরা জগতটাকে নানাভাবে শুধু ব্যাখ্যাই করেছেন; কিন্তু যেটা প্রযোজন তা হলো তাকে পরিবর্তন করা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈনুদ্দীন আহমেদ।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি