ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

কাল খুলছে সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২১:৪৭, ১৫ জুন ২০১৯

দীর্ঘ ২১ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার খুলছে দেশে উচ্চ আদালত সুপ্রিমকোর্ট। এ দিন থেকেই সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

জানা যায়, গত ২৬ মে থেকে ১৫ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে টানা ২১ দিন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল রোববার থেকে যথারীতি শুরু হবে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম।

সর্বোচ্চ আদালতে টানা ২১ দিন নিয়মতি বিচার কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরী বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বেঞ্চ গঠন করা হয়। এ সব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

সূত্র: বাসস

এমএস/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি