ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কাল থেকে শুরু অ্যাশেজ সিরিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫০, ২৩ নভেম্বর ২০১৭

আগামীকাল থেকে শুরু হচ্ছে শত বছরের পুরনো লড়াই অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়াও ক্রিকেট বিশ্বে এ নিয়ে আগ্রহের যেন কমতি নেই। চিরপ্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এ লড়াই পেয়েছে শিল্পের মর্যাদা। পাঁচ টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে।

বিসবেন অস্ট্রেলিয়ার পয়মন্ত ভেন্যু। ১৯৮৮ সালের পর এ মাঠে আর কখনো  হারেনি অজিরা। গত ৩১ বছরে ব্রিসবেনে একবারও টেস্ট জিততে পারেনি ইংলিশরা।

দুই বছর আগে সর্বশেষ অ্যাশেজ জিতেছিলো ইংল্যান্ড। ৩-২ ব্যবধানে অজিদের হারিয়েছিলো স্বাগতিক ইংল্যান্ড। এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ তে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছিল ইংলিশরা।

সূত্র : ক্রিকইনফো

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি