কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগ
প্রকাশিত : ১৫:১০, ২৩ মে ২০১৭
কাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগ। মাঝে একদিন বিরতির কথা থাকলেও দুইদিন বিরতি দিয়ে শুরু হচ্ছে ছয় দলের সুপার লিগ।
তিন দলের রেলিগেশন লিগ শুরু হবে ২৯শে মে। সুপার লিগের প্রথম রাউন্ডে কাল ফতুল্লায় প্রথম পর্বের শীর্ষ দল গাজী গ্র“পের মুখোমুখি হবে মোহামেডান। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে শেখ জামালের ম্যাচ এবং আবাহনীর সাথে প্রাইম ব্যাংকের ম্যাচ দু’টি বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। সুপার লিগ ও রেলিগেশন লিগের পয়েন্টের সঙ্গে প্রথম পর্বের পয়েন্ট যোগ করেই শিরোপা নির্ধারন করা হবে।